টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় স্কোয়াডে পরিবর্তন
স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরুর একদিন আগে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে ভারতকে। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার শিবম দুবে। তার বদলি হিসেবে দলে এসেছেন তিলক ভার্মা।
জানা গেছে, পিঠের ইনজুরিতে ভুগছেন শিবম। এর আগে গেল ফেব্রুয়ারিতে সাইড স্টেইনের কারণে দেশটির ঘরোয়া টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে পারেননি তিনি। এরপর গেল আগস্টে ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন শিবম।ছন্দে থাকা শিবমকে হারিয়ে তিলককে দলে নিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আজ রোববার দলের সঙ্গে গোয়ালিয়রে যোগ দেবেন তিলক।
এখন পর্যন্ত ভারতের হয়ে ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিলক। সর্বশেষ খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে গেল জানুয়ারিতে মোহালিতে। মিডল-অর্ডার ব্যাটার হিসেবে পরিণত এই ক্রিকেটার পার্ট টাইম বোলার হিসেবেও ভারতীয় দলে অবদান রাখেন।গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুনভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব, তিলক ভার্মা।
মন্তব্য করুন