পাকিস্তানের বিপক্ষে সহজ জয় ভারতের

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে নারীদের টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হারের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। আজ রোববার (৬ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে পাকিস্তান। ওপেনার গুল ফেরোজা ও তিনে নামা সিদ্রা আমিন ব্যর্থ হন।
চারে নামা নিদা দার ক্রিজে দাঁড়িয়ে যান। খেলেন ২৮ রানের ইনিংস। ১৭ রান করে তাকে সঙ্গ দেন ওপেনার মুনিবা আলী। এছাড়া অধিনায়ক ফাতিমা সানা ১৩ ও সায়েদা আরব শাহ ১৪ রান যোগ করেন। জবাব দিতে নেমে ওপেনার শেফালি ভার্মা ৩২ রানের ইনিংস খেলেন।
আরও পড়ুনতিনে নেমে জেমিমা রদ্রিগেজ ২৩ রান করেন। অধিনায়ক হারমানপ্রীত ২৯ রান করে রিটায়ার্ড হার্ট হন। সাত বল থাকতে জয় তুলে নেয় ভারত। এর আগে ভারতের হয়ে অরুন্ধুতি রেড্ডি ১৯ রানে ৩ উইকেট নেন। শেরেয়াঙ্গা পাতিল ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ২ উইকেট।
মন্তব্য করুন