দুই পরিবর্তন নিয়ে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচ এটি। আগেই সিরিজ হেরে বসার পরেও বাংলাদেশের জন্য এই ম্যাচ স্পেশাল অভিজ্ঞ এই ক্রিকেটারের কারণেই। ভারতের বিপক্ষে জয় দিয়েই দেশের অন্যতম এই সিনিয়র ক্রিকেটারকে বিদায় দিতে চায় বাংলাদেশ। হায়দরাবাদে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ অবশ্য টসে হেরে আগে বোলিং করবে।
টসের পর নাজমুল হোসেন শান্ত জানালেন, দলে আছে দুই পরিবর্তন। আগের দুই ম্যাচ খেলা মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী অনিক বাদ পড়ছেন। যুক্ত হচ্ছেন শেখ মেহেদী হাসান এবং ওপেনার তানজিদ তামিম। পরিবর্তন অবশ্য আছে ভারত দলেও।
এই ম্যাচে অতিরিক্ত এক স্পিনার খেলাচ্ছে টিম ইন্ডিয়া। লেগ স্পিনার রবি বিষ্ণোই এসেছেন তৃতীয় ম্যাচের দলে। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন পেসার আর্শদীপ সিং।
আরও পড়ুনবাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
মন্তব্য করুন