ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! 

এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! , ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সুইডেনে এবার ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন ফরাসি ও রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। সুইডিশ নিউজপেপার আফটনব্লাডেটের দেওয়া খবর অনুযায়ী, ধর্ষণের অভিযোগে এমবাপ্পেকে তদন্তের মধ্যে রেখেছে সেখানকার পুলিশ। যদিও ফরাসি তারকা বিষয়টিকে ফেক নিউজ বলছেন। আফটনব্লাডেটের খবর অনুযায়ী, একটি ধর্ষণের অভিযোগ পুলিশের কাছে করা হয়েছে। কিন্তু সেখানে অভিযুক্ত কারো নাম বলা নেই। তবে আরেক নিউজপেপার এক্সপ্রেসেন বলছে, অভিযুক্ত হচ্ছেন ২৫ বছর বয়সী এমবাপ্পে!

 এই ঘটনার পর বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর কথা বলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ব্যাপারটাকে মোটেও ভালোভাবে নেননি তিনি। তার মতে, জাতীয় দলের জন্য এটা মোটেও ভালো কিছু নয়। ম্যাচের পর আরও বলেছেন, ‘সবারই যা খুশি লেখার স্বাধীনতা আছে। কিন্তু এই মুহূর্তে দলের পরিবেশটা মোটেও ইতিবাচক নয়।’ তবে এই সংবাদ নিয়ে নিজের সংশয় রেখে সবাইকে সতর্ক করে দিয়েছেন এই বলে, ‘এসব ব্যাপার তুলে আনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত। কোনও কিছু প্রকাশ করার আগে একটু পেছন ফিরে সময় নিয়ে যাচাই বাছাই করা প্রয়োজন। কিন্তু ব্যাপারটা এখন প্রায়ই হচ্ছে। এখন যাচাই বাছাই করা কঠিন কিছু নয়। আমি এমবাপ্পেকে নিয়ে কোনও বিষয়ে কথা বলতে চাই না। সে এখন অনেক বড়, যে নিজেই যোগাযোগটা করে নিতে পারবে।’

আরও পড়ুন

এমবাপ্পের প্রতিনিধি দল কর্তৃক এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সুইডিশ মিডিয়া আফটনব্লাডেট ওয়েব জুড়ে আজ একটি নতুন অপবাদমূলক গুজব ছড়াচ্ছে। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন। তাদের এমন প্রচার অগ্রহণযোগ্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফিরছে এক্স সিরিজ,ভিভোর নতুন উদ্ভাবনে নতুন ফ্ল্যাগশিপ

নালিতাবাড়ীতে নদী থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নেত্রকোনায় ঘরে ঢুকে হাত পা বেঁধে ডাকাতি

শ্রীপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার