স্পোর্টস ডেস্ক : পেদ্রির গোলে স্বস্তির জয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল জাভির দল। নিজেদের মাঠে রবিবার (২২ জানুয়ারি) রাতে লা লিগায় ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।
প্রথমার্ধে ম্যাচের নির্ণায়ক গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রি। ১৭ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৮ ম্যাচে ১৭ পয়েন্ট গেতাফের। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল কাতালুনিয়ার দলটি। অবশ্য মাদ্রিদের দলটি কম খেলেছে এক ম্যাচ।
সৌদি আরবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর এই প্রথম কাম্প নউয়ে খেলতে নামল বার্সেলোনা। সমর্থকদের সঙ্গে উদযাপন করতে তারা মাঠে নিয়ে আসে ট্রফিটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।