স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে শুরু থেকেই ছন্দে নেই এভারটন। জয়ের স্বাদ পেতেই যেন ভুলে গেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে জয়ের মুখ দেখেনি প্রিমিয়ার লিগের দলটি।
এমন পরিস্থিতিতে দলটির কোচের পদ থেকে ছাঁটাই হলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। কয়েকটি ব্রিটিশ সংবাদ মাধ্যমে তার চাকরিচ্যুত হওয়ার খবর আসে সোমবার। পরে ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ল্যাম্পার্ডের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় এভারটন।
নিজেদের সবশেষ ম্যাচে লিগে গত শনিবার ওয়েস্ট হ্যামের কাছে ২-০ গোলে হারে এভারটন। ইংল্যান্ডের শীর্ষ লিগে গত অক্টোবর থেকে জয়ের স্বাদ পায়নি তারা। সবশেষ ৮ ম্যাচের মধ্যে ৬টি হেরেছে, ড্র দুটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।