রশিদের রেকর্ড ভাঙলেন অজি পেসার টাই

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৫, ২০২৩, ০৫:০৭ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০৫, ২০২৩, ০৫:০৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগব্যাশের ১২তম আসরের ফাইনালে ব্রিসবেন হিটকে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা জিতেছে পার্থ স্কর্চারস। এই ম্যাচে অজি পেসার অ্যান্ড্রু টাই একটি রেকর্ড গড়ে পেছেনে ফেলেছেন আফগান স্পিনার রশিদ খানকে।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলার অ্যান্ড্রু টাই। তিনি ভেঙে দিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের রেকর্ড।

২৯৯ উইকেট নিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) পার্থ স্কর্চার্সের হয়ে ব্রিজবেন হিটের বিপক্ষে বিগ ব্যাশের ফাইনালে খেলতে নেমেছিলেন টাই। নিজেদের মাঠেই নিজের শেষ ওভারে এক উইকেট নিয়ে রেকর্ডটি নিজের করে নেন টাই। নিজের চতুর্থ ওভারের পঞ্চম বলে বাজলিকে ফিরিয়ে তিনি ছুঁয়ে ফেলেন এই মাইলফলক। 

৩০০ উইকেটের ঠিকানায় পৌঁছতে ৩৬ বছর বয়সী টাইয়ের লাগল ২১১ ম্যাচ। আফগান লেগ স্পিনার রশিদ খানের লেগেছিল ২১৩ ম্যাচ। তালিকায় তিন নম্বরে থাকা সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার লেগেছিল ২২২ ম্যাচ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়