আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৬, ২০২৩, ০২:২৫ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৬, ২০২৩, ০২:২৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরটি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। বিশ্বকাপকে সামনে রেখে আজ থেকে প্রস্তুতি ম্যাচে খেলতে নামছে দলগুলো। 

প্রথম প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেপটাউনে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ছাড়াও এদিন আরও চারটি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে। ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে অফিসিয়াল শেষ ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাঘিনীরা।

কেপটাউনে ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে- ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়