ছেলেকে ঘিরে গুজবে যা বললেন মেসির বাবা

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৫:৫৭ বিকাল
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০৫:৫৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই মেসিকে নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সবাই জানে সব গুঞ্জন সত্য না। এবার মেসিকে ঘিরে নানা গুজব নিয়ে মুখ খুললেন তার বাবা জর্জে মেসি।

বারবার মেসিকে নিয়ে নতুন ক্লাবের গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন ধরে। অনেক গণমাধ্যম বলছে, চলতি মৌসুম শেষে সৌদিতে পাড়ি জমাচ্ছেন মেসি। আবার অনেকে বলছেন যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। এতোসব গুঞ্জনের মাঝে কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করা বেশ কঠিন। এদিকে অনেকেই বলছেন, পিএসজির কোচের সঙ্গে সম্পর্ক ভালো না মেসির। তাই গত মঙ্গলবার (১৪ মার্চ) মেসির আগে কোচ গালতিয়ের অনুশীলন ছেড়ে চলে যান।

এসব গুজবের কথা শুনে মেসির বাবা বিরক্ত হয়ে নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। যা দেখে নিশ্চিত হওয়া গেছে গণমাধ্যমের এতোদিনের গুঞ্জনগুলো সবই গুজব।

মেসির বাবা জর্জে মেসি শনিবার (১৮ মার্চ) একটি স্টোরিতে লেখেন, ‘ভুয়া খবর। এগুলো বিশ্বাস করা যাবে না। আমরা আর কোনো ভুয়া খবর সহ্য করব না।’

তিনটি স্ক্রিনশট দেয়া ছবি একত্রিত করে সেটার ওপরে ওই লেখাগুলো লিখেছেন মেসির বাবা। যে তিনটি খবরকে মেসির বাবা মিথ্যা দাবি করেছেন সেগুলো হলো, গালতিয়েরের সঙ্গে সমস্যা, নতুন চুক্তি স্বাক্ষরের জন্য মেসির দেয়া শর্ত পিএসজির না মানা এবং আল হিলাল থেকে ৬০০ মিলিয়ন ইউরো বেতন দাবি করেছেন মেসি।

তবে মেসির বাবা যতই বিরক্ত হোক না কেন, গণমাধ্যমের এমন গুজব হয়তো সহজে থামবে না। এদিকে কিছুদিন আগেই মেসির বাবা সৌদিতে ভ্রমণ করা নিয়েও একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে, আল হিলালের সঙ্গে কথা পাকা করতেই সৌদিতে গিয়েছেন তিনি। তবে সে বিষয়টিও মিথ্যা। কারণ, স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, মেসির বাবার সৌদি অভিযান মূলত সৌদি আরবের পর্যটন বোর্ডের আমন্ত্রণেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়