শুরুতেই ফিরলেন তামিম ইকবাল

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০২:৪৬ দুপুর
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০২:৪৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। আইরিশদের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস দেখেশুনে আগাচ্ছিলেন। শনিবার (১৮ মার্চ) ম্যাচের শুরুতে মাত্র ৩ রান করে স্টার্লিংয়ের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টাইগার অধিনায়ক। 

শেষ খবর পাওয়া পর্যন্ত দলীয় সংগ্রহ ৯ ওভারে এক উইকেট হারিয়ে ৪৮ রান।

এদিন অবশ্য ইনজুরিতে দলে নেই মেহেদী হাসান মিরাজ। তবে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। আগের সিরিজে ব্যাট হাতে ব্যর্থ আফিফ হোসেন এই ম্যাচেও জায়গা হারিয়েছেন। এছাড়া একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। রয়েছেন এবাদত হোসেন, নাসুম আহমেদও। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়