ওয়ানডেতে মিরাজ, টেস্টে বর্ষসেরা এবাদত

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৮:০৫ রাত
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০৮:০৫ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ওই সিরিজে ব্যাট হাতে দলকে অসম্ভব জয় এনে দেন মিরাজ। প্রথম ম্যাচে তার অসাধারণ কীর্তির পর দ্বিতীয় ম্যাচে তিনি করে অবিশ্বাস্য এক সেঞ্চুরি। সে ম্যাচে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে এই টাইগার অলরাউন্ডার ২৭১ রানের বিশাল সংগ্রহ এনে দেন।

এবার মিরাজের ওই ব্যাটিং নৈপুণ্যকে স্বীকৃতি দিয়েছে ভারতের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। জনপ্রিয় এই ওয়েবসাইটে মিরাজকে ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। 

অন্যদিকে, সাদা পোশাকে বর্ষসেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছেন টাইগার পেসার এবাদত হোসেন। গত বছর মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। স্বপ্নের মতো পার করা ওই টেস্টে এবাদত দলকে কিউইদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ এনে দেন।

সেবারই প্রথম বিদেশের মাটিতে কিউইদের প্রথমবার টেস্ট হারায় বাংলাদেশ। সে ম্যাচে দিনের শেষ সেশনে এবাদত ৭ বলের স্পেলে নিঃশ্বেষ করে দেন স্বাগতিকদের। মাত্র ৭ বলের মাঝে ফেরান কিউইদের তিন ব্যাটারকে। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ইবাদতের বোলিং ফিগার ছিল ৪৬ রানে ৬ উইকেট। ইবাদতের সেই বোলিংকেই বছর সেরার স্বীকৃতি দিয়েছে ভারতের এই ওয়েবসাইটটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়