স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানেই তামিমকে হারায় টাইগাররা। ৯ বলে ৩ রান করেন টাইগার অধিনায়ক।
এরপর শান্তকে নিয়ে দেখেশুনে খেলতে খেলতে ৩৪ রানের জুটি গড়ে ফিরে গেলেন লিটন দাসও। তার সংগ্রহ ছিল ১৫ বলে ২০ রান। পরে সাকিবের সঙ্গে জুটি বেধে খেলার পর সাজঘরে ফেরেন নাজমুল হাসান শান্তও।
এখন পর্যন্ত ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৭ রান তুলেছে টাইগাররা। সাকিব আল হাসান ৩৪ বলে ৪৫ রানে ক্রিজে আছেন আর অভিষিক্ত তৌহিদ হৃদয় ২২ বলে ২১ রান করে এখনো এখনো অপরাজিত আছেন।
এর আগে দুপুর দুইটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারে মার্ক এডেরে বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরন তামিম। ৯.৩ ওভারে ক্যাম্ফারের বলে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। দুটি ক্যাচই নেন পল স্টার্লিং। আর সাকিবের সঙ্গে ৩২ রানের জুটি গড়ে দলীয় ৮১ রানে ম্যাকবেইনের বলে বোল্ড হয়ে ফেরেন শান্ত। যাওয়ার আগে ৩৪ বলে ২৫ রান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।