স্পোর্টস ডেস্ক : গত কয়েক দিন ধরেই মিডিয়াপাড়ায় বিতর্কে সাকিব আল হাসান। তবে সেটা ক্রিকেটীয় কোনো কারণে না, মাঠের বাইরের কান্ডে সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেক আলোচনা-সমালোচনা হতে পারে তাকে নিয়ে; কিন্তু মাঠের সাকিব আল হাসান একেবারেই ভিন্ন।
সমালোচকদের মুখ বন্ধ করতে অস্ত্র হিসেবে নিজের উইলোটাকেই ব্যবহার করলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। প্রথম ম্যাচ খেলতে নেমেই ৮৯ বলে করেছেন ৯৩ রান। যদিও সাজঘরে ফিরেছেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৮১ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের ব্যাটিং যখন ধুঁকতে শুরু করেছিলো, তখনই হাল ধরেন সাকিব। অভিষিক্ত তৌহিদ হৃদয়কে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন। সে সঙ্গে ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরির পথেও এগিয়ে যাচ্ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
কিন্তু মাত্র ৭ রানের জন্য ১০ম সেঞ্চুরিটা হলো না সাকিবের। ৯৩ রান করেই আউট হয়ে যেতে হলো তাকে। গ্রাহাম হিউমের বলে শট খেলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বল নিচের কানায় লেগে চলে যায় উইকেটক্ষকের হাতে। জোরালো কটবিহাইন্ডের আবেদন। সে আবেদনে সাড়া দিলেন আম্পায়ার।
৮৯ বলে ৯ বাউন্ডারিতে ৯৩ রান করে ফিরে গেলেন সাকিব। তার আগেই অবশ্য দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মাইলফলক পূরণ করেন তিনি।
এ পর্যন্ত ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫০ রান। তৌহিদ হৃদয় ৭০ এবং মুশফিক ২০ রানে অপরাজিত আছেন।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশকে জানিয়েছেন ব্যাটিংয়ের আমন্ত্রণ।
শুরুটা ভালো হয়নি টাইগারদের। তামিম ইকবালের ব্যাট থেকে বড় ইনিংস আসছে না অনেকদিন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ফিফটির দেখা পাননি। দ্রুত আউট হয়ে গেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও।
ইনিংসের তৃতীয় ওভারে আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারের বল শরীরের বাইরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। বাংলাদেশ অধিনায়ক করেন মাত্র ৩।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।