স্পোর্টস ডেস্ক : রান তাড়া করার তাড়না ছিল না। কিন্তু তাররপরও দর্শকদের মনে ছিল উদ্বেগ। মুশফিকুর রহিম সেঞ্চুরি পাবেন তো? কারণ বল খুব একটা হাতে নেই। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। প্রথম বলে ইয়াসির আলী রাব্বি আউট হলেন। ক্রিজে নেমে তাসকিন আহমেদ নিলেন সিঙ্গেল।
তৃতীয় বলে দুই নিয়ে ব্যবধান কমালেন। চতুর্থ বলে চার ও পরের বলে দুই রান, শেষ বলে লাগতো একটি রান। সেটাও করে ফেললেন, তাতে ৬০ বলে সেঞ্চুরি করে ফেললেন মুশফিক, যা বাংলাদেশের পক্ষে দ্রুততম। তাতে আয়ারল্যান্ডকে ৩৫০ রানের বিশাল লক্ষ্য দিলো বাংলাদেশ।
দীর্ঘদিন ধরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না মুশফিকুর রহিম। তাতে সমালোচনাটাও কম সহ্য করতে হয়নি তারকা এই ব্যাটারকে। এবার তিনি সেই সবকিছুর জবাব দিলেন রেকর্ডে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
শুধু সেঞ্চুরিই যে করেছেন এমনটা নয়, এই সেঞ্চুরিতে রেকর্ডও ভেঙেছেন মুশফিক। আইরিশদের বিপক্ষে আজকের ম্যাচে ৬০ বলে তিন অঙ্কের দেখা পেয়েছেন মুশফিক। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটি সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।