এমবিএ করলেন মাহমুদউল্লাহ

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ০৮:১৫ রাত
আপডেট: মার্চ ২১, ২০২৩, ০৮:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : লম্বা ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের অনেক ম্যাচ জয়ের নায়ক হলেও কখনই সেভাবে লাইম লাইটে আসেননি মাহমুদউল্লাহ রিয়াদ। একই কারণে তাকে 'সাইলেন্ট কিলার' বলেই ডাকেন তার ভক্ত-সমর্থকেরা। নিজের ক্রিকেট ক্যারিয়ারেরমতই এবার খুব একটা আলোচনায় আসেনি তার পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করার খবরটি।

কারণ একই দিনে গ্রাজুয়েট হয়েছেন সাকিব আল হাসানও। বিশ্বসেরা অলরাউন্ডারের এই খবর মিডিয়াপাড়ায় হট টপিক। যাতে ঢাকা পড়ে গেছে রিয়াদের এমন সাফল্যের খবরটি। তবে দিন দুয়েক পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খুশির সংবাদ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন রিয়াদ।

এমবিএ সম্পন্ন করার খবর জানিয়ে তিনি ফেইসবুকে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সবসময় চেষ্টা করেছি ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় অংশ গ্রহণ করতে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য সহজ ছিল না, তবে এআইইউবি (একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়) থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি।'

নিজের এমন আনন্দের দিনটায় ডিপিএলে ম্যাচ ছিল মাহমুদউল্লাহর দলের। এর ফলে তিনি কনভোকেশনে উপস্থিত থাকতে পারেননি। এদিকে একই দিনে একই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন সাকিব আল হাসান। তাছাড়া জাতীয় দলে খেলা আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়ও একই দিনে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়