স্পোর্টস ডেস্ক : ভ্যালেন্সিয়ার সমর্থকরা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছে। দলটির খেলোয়াড়রা ধস্তাধস্তি করেছে রিয়াল মাদ্রিদ তরুণকে। এরপর ওই ভিনিকেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে।
ভিনিসিয়াস বর্ণবাদের শিকার হওয়ায় ফুটবল বিশ্ব ফুঁসছে। স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় সমালোচনা হচ্ছিল। অবশেষে স্প্যানিশ রয়েল ফুটবল ফেডারেশন বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াসের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
লাল কার্ড দেখলে সাধারণত পরের ম্যাচে ওই খেলোয়াড় নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেন না। তবে ভিনির নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় তিনি রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচে খেলার জন্য বিবেচিত হবেন। তবে বর্ণবাদের শিকার ভিনিকে মানসিকভাবে সতেজ রাখতে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্রামে রাখতে পারেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম।
ভিনির নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে ভ্যালেন্সিয়াকে শাস্তির আওতায় এনেছে স্প্যানিশ ফেডারেশন। ভিনির প্রতি ভ্যালেন্সিয়ার মেসতেল্লা স্টেডিয়ামের দক্ষিণ স্ট্যান্ড থেকে বর্ণবাদী আচরণ করা হয়েছে। ওই স্ট্যান্ডকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী পাঁচ ম্যাচে ওই স্ট্যান্ডে কোন দর্শক প্রবেশ করতে পারবেন না।
এছাড়া ভ্যালেন্সিয়াকে ৪৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। ভ্যালেন্সিয়ার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, যে সকল দর্শক বর্ণবাদী আচরণ করেছেন তাদের সনাক্ত করা সম্ভব হলে আজীবন নিষিদ্ধ করবেন তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।