আইপিএলে প্রতি ডট বলে ৫শ’ গাছ রোপণ!

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৯:২৫ রাত
আপডেট: মে ২৫, ২০২৩, ১১:৪০ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। যারা টিভিতে বোলিংয়ের ক্রমধারা খেয়াল করছিলেন, তাদের মনে প্রশ্ন জেগেছিল- ডট বলের জায়গায় শূন্য না দিয়ে কেন গাছের ছবি? ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিনব উদ্যোগের কারণে ব্রডকাস্টাররা গাছের প্রতীক দেখায়।

পরিবেশ বাঁচাতে উৎসাহিত করতে বিসিসিআই অন্যরকম এক পদক্ষেপ হাতে নিয়েছে। চলতি আইপিএলের প্লে অফে প্রতিটি ডট বলের জন্য ৫০০টি করে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আইপিএলে এমন উদ্যোগ নতুন কিছু নয়। ২০১১ সালে ‘গ্রিন গেম’ পদক্ষেপ নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সবুজ ও সুন্দর পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে ওই বছর থেকে প্রতি আইপিএলে একটি হোম ম্যাচ সবুজ জার্সি পরে খেলার সিদ্ধান্ত নেয় তারা।

তা প্রথম ম্যাচে কয়টি ডট বল হয়েছে? ৮৪টি। মানে চেন্নাই ও গুজরাটের ম্যাচ শেষে ৪২ হাজার গাছ লাগাতে যাচ্ছে বিসিসিআই। এই খেলা ১৫ রানে গুজরাটকে হারিয়ে দশম ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়