দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল মুম্বাই

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০১:০৩ দুপুর
আপডেট: মে ২৫, ২০২৩, ০১:০৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বল করেছেন ৩.৩ ওভার। রান দিয়েছেন পাঁচটি। উইকেটও তুলে নিয়েছেন পাঁচটি! আকাশ মাধওয়ালের আইপিএল ইতিহাসের চতুর্থ সেরা (যৌথভাবে) বোলিং ফিগারে লক্ষ্নৌ সুপার জায়ান্টকে ৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। 

চেন্নাই স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৮২ রান তোলে রোহিত শর্মার মুম্বাই। তিনে নামা ক্যামেরুন গ্রিন ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ২৩ বলে ৪১ রান করেন। তারপরও মুম্বাই ভালো সংগ্রহের কারণ সকলেই টুকটাক রান করেছেন। ওপেনার ইশান কিষাণ (১৫) ও রোহিত শর্মা (১১) ব্যর্থ হওয়ার পর গ্রিন আত্মবিশ্বাসী ব্যাটিং করেন। সূর্যকুমার যাদব তার সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন। চারে নামা এই ব্যাটার ফিরে যান ২০ বলে ৩৩ রান করে।  এরপর তিলক ভার্মা ২৬, টিম ডেভিড ১৩ ও নেহাল ওদহেরা ১২ বলে ২৩ রান করেন। 

জবাব দিতে নেমে মাধওয়াল এর তোপে ১৬.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়ে আসর থেকে বিদায় নিয়েছে লক্ষ্নৌ। দলটির হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মার্কোস স্টইনিস। মুম্বাইকে কোয়ালিফায়ারে তোলায় মাধওয়ালের স্তুতি চলছে। অথচ আইপিএলে এসেই বাজিমাত করা ২৯ বছর বয়সী মাধওয়াল খেপ খেলে বেড়াতেন! চার বছর আগেও টেনিস বলের খেলোয়াড় ছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি ছিলেন শখের ক্রিকেটার। ২০১৯ সালে তার অফিসিয়াল ক্রিকেট বল ধরা। সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর তাকে দেখে ট্রায়ালের সুযোগ করে দেন। খুব মসৃণ বোলিং স্টাইল, গতি দিয়ে লাইন ধরে বোলিং করতে পারেন, সঙ্গে বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। প্রথম ট্রায়ালে টিকে যাওয়ার পর মুস্তাক আলী ট্রফি ও রঞ্জি খেলে আইপিএল মাতালেন এই মিডিয়াম পেসার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়