স্পোর্টস ডেস্ক : ইতালির বিপক্ষে হেরে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর শুরু করেছিল ব্রাজিল। ওই ইতালি বুধবার রাতের ম্যাচে ২-০ গোলে নাইজেরিয়ার কাছে হেরেছে। তবে ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলের দুর্দান্ত জয়ে লড়াইয়ে ফিরেছে। বুধবার দলটি ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে ওই বিশাল জয় তুলে নিয়েছে।
দলটির হয়ে প্রথমার্ধের ৩৭ ও ৩৮ মিনিটি যথাক্রমে গোল করে সাভিও এবং মার্কোস লিওনার্দো। পাঁচবারের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে আরও চার গোল দেয় ডমিনিকার জালে। জিয়ান হেনরিক ৫৭ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন। জিওভেন ৮২ মিনিটে নিজের প্রথম ও দলের চতুর্থ গোল করেন। এরপর যোগ করা সময়ে মার্লোন গোমেজ ও ম্যাথিউস মার্টিনস গোল করে সেলেসাও যুবাদের বিশাল জয় এনে দেন।
ব্রাজিলের প্রথম জয়ের আগে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক আর্জেন্টিনা। গুয়েতামালার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে দলটি। ম্যাচের ১৭ মিনিটে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল প্রথম লিড নেয়। গোল করেন আলিজো ভেলিজ। ৬৫ মিনিটে লুকা রোমেরো দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। এরপর ম্যাক্সিমো পেররোন যোগ করা সময়ে দলকে বড় জয় এনে দেন। এর আগে আর্জেন্টিনা ২-১ গোলে উজবেকিস্তানকে হারিয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।