আলভারেজকে কিনতে চায় বায়ার্ন

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০১:৫১ দুপুর
আপডেট: মে ২৫, ২০২৩, ০১:৫১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর মনে হচ্ছিল সিটিতে নিয়মিত সুযোগ পাবেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। তবে হালান্ডের জন্য তা সম্ভব হয়নি। ফলে মৌসুমের শেষে এসে আলভারেজ ম্যানচেস্টার সিটিতে পরের মৌসুম থাকবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ম্যাচ টাইম কম পাওয়ায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের দলে মন বসছে না তার। এরই মধ্যে তাকে কিনতে মাঠে নেমেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

চলতি মৌসুমে ম্যানসিটির হয়ে লিগে মাত্র ১২টি ম্যাচ শুরু থেকে খেলেছেন আলভারেজ। আর পুরো মৌসুমে সিটির হয়ে ৪৭টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে এই আর্জেন্টাইনের। এই ম্যাচগুলোতে ১৭ গোলের পাশাপাশি করেছেন ৫টি অ্যাসিস্ট। ফলে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা যায় না।

এমন পারফর্ম করেও ম্যাচ টাইম কম পাওয়ায় ক্ষোভও প্রকাশ করেছিলেন সাবেক সিটি স্টার কুন আগুয়েরো। তবে সেই আগুয়েরোর কোথায় কান দেননি সিটি কোচ। গুরুত্ব দিয়েছেন নিজের কৌশলকে। ফলে এরই ফায়দা নিতে যাচ্ছে বায়ার্ন।

জার্মান সংবাদমাধ্যম বিল্ড বলছে, আগামী মৌসুমেই আলভারেজকে দেখা যেতে পারে বায়ার্নে। গত গ্রীষ্মের দলবদলে রবার্ট লেভানডোভস্কির বিদায়ের পর তার শূন্যস্থান পূরণ করতে পারেনি বাভারিয়ান ক্লাবটি। সাদিও মানেকে দলে টেনেও তেমন সুবিধা হয়নি। তাই আলভারেজের দিকে নজর দিয়েছে বায়ার্ন। এদিকে কিছুদিন আগেই সিটির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে ২০২৮ মৌসুম পর্যন্ত করেছে। ফলে মৌসুম শেষে বায়ার্নে দেখা যাবে কি না, সেটাও প্রশ্ন রয়েছে। তবে তারও বিকল্প ভেবে রেখেছিল বায়ার্ন। ফ্রাঙ্কফুর্টের ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানিকে বায়ার্ন তাদের রাডারে রেখেছে। এ ছাড়া হ্যারি কেইনের দিকেও আগ্রহ দেখিয়েছে বায়ার্ন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়