ভিনিকে সমর্থন দিয়ে তার জার্সি পরে মাঠে রিয়ালের খেলোয়াড়রা

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০২:০৪ দুপুর
আপডেট: মে ২৫, ২০২৩, ০২:০৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বারবার বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিউসের পাশে দাঁড়িয়ে এবার কড়া বার্তা দিলো রিয়াল মাদ্রিদ। বুধবার (২৪ মে) রায়ো ভায়কানোর বিপক্ষে ম্যাচের আগে ভিনির জার্সি পরে মাঠে নামে পুরো রিয়াল মাদ্রিদ দল। পাশাপাশি সমর্থকরাও ভিনিসিউসের পাশে থাকার বার্তার ব্যানার নিয়ে মাঠে আসেন।

লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়কানোকে ২-১ গোলে হারায় রিয়াল। দলের হয়ে গোল পান করিম বেনজেমা আর রদ্রিগো। ইনজুরির কারণে এদিন মাঠে নামেননি ভিনিসিউস। তবে পুরো ম্যাচে তাকে সমর্থন করেছেন পুরো দল ও সমর্থকরা। ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ দল ভিনির ২০ নম্বর জার্সি পরে মাঠে নামে। পাশাপাশি পুরো গ্যালারিতে ভিনিসিউসকে নিয়ে বার্তা নিয়ে মাঠে আসেন সমর্থকরা। সেখানে কারো ব্যানারে লেখা ছিল, 'আমরা সবাই ভিনিসিউস।' আবার কেউ লিখে এনেছেন, 'যথেষ্ট হয়েছে, আর না।'

চলতি মৌসুমে বেশ কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিউস জুনিয়র। গত শনিবার (২০ মে) ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও চরম বর্ণবাদের শিকার হন তিনি। এরপর থেকে ভিনির সমর্থনে নামে ফুটবলবিশ্ব। বর্ণবাদের কারণে ব্রাজিলের রিওডি জেনেরিওর বিখ্যাত ভাস্কর্য ‘ক্রাইস্ট দা রিডিমার’ এক ঘণ্টা অন্ধকারে রেখে প্রতিবাদও জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়