স্পোর্টস ডেস্ক : চরম বর্ণবাদী আচরণের শিকার হয়ে নিজের ক্ষোভের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। একবার নয়, বারবার এ ধরনের ঘটনার শিকার হওয়ার পরও এসবের কোনো প্রতিকার না হওয়ায় লা লিগা কর্তৃপক্ষেও কাঠগড়ায় তুলেছিলেন রিয়াল তারকা ভিনিসিয়ুস।
এরই কড়া জবাব দেন লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস। উল্টো ভিনিসিয়ুসকেই দায়ী করেন তিনি। হ্যাভিয়ের তেবাসের টুইট দেখলেই মনে হবে তিনি বর্ণবাদীদের পক্ষ নিয়েছেন। এ নিয়ে যখন চারদিকে তোলপাড় এবং সমালোচনার শিকার হচ্ছিলেন তেবাস, তখন তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেন তার সেই টুইটের জন্য।
তবে একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে সেই টুইটটি করেছিলেন, তা সবাই বুঝতে পারেনি। বরং, ভুল বোঝাবুঝি হয়েছে তাতে। তিনি আশা প্রকাশ করেন, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন বর্ণবাদ বন্ধে আরও কঠোরভাবে কাজ করে যাবে।
হ্যাভিয়ের তেবাস ভিনিসিয়ুসকে নিয়ে করা সেই টুইট নিয়ে বলেন, ‘আমি সব সময়ই বলে আসছি, এটা আমার পুরো ওয়ার্ক টিমের কাজ। যখন মানুষরা কিংবা তাদের একটি অংশ কোনো একটি বার্তাকে নির্দিষ্টভাবে গ্রহণ করে, তখন সেটাই সঠিক। সুতরাং, এর জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি। কারণ, আমি বুঝতে পেরেছি যে টুইটে লেখা আমার বক্তব্যটি সবাই বুঝতে পারেনি। বিশেষ করে ব্রাজিলে।’
ইএসপিএন ব্রাজিলকে তেবাস বলেন, ‘সুতরাং, আমার অবশ্যই এ ক্ষেত্রে স্যরি বলা প্রয়োজন। আমি মনে করি, আমার মেসেজ এবং আমার ইচ্ছা- সবই আমি যা লিখেছি তার সঙ্গেই আছি। তবে, ব্রাজিলের মানুষ আমার বক্তব্যের গুরুত্বপূর্ণ একটি অংশই বোঝেনি।’ তিনি আরও বলেন, ‘ভিনিসিয়ুসকে অ্যাটাক করার কোনো ইচ্ছাই আমার নেই। তবে, একটা বিষয় পরিস্কার করার জন্য বলি, মাত্র একমাস আগেই ভিনিসিয়ুস একটি ভিডিও বানিয়েছিলো, যেটা বর্ণবাদ বিরোধী লা লিগার যে অ্যাকশন তাকে সমর্থন জানিয়ে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।