গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০১:২১ দুপুর
আপডেট: মে ২৭, ২০২৩, ০১:২১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বাছাইপর্ব থেকে বাদ পড়ে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ ছিল না আর্জেন্টিনার। নাটকীয়ভাবেই খেলার সুযোগ পেয়েছে তারা। ইন্দোনেশিয়া থেকে টুর্নামেন্টটি সরে যাওয়ায় স্বাগতিক হিসেবে সে সুযোগ পায় আলবেলিস্তেরা। আর সুযোগ পেয়েই বাজিমাত করেছে লিওনেল মেসির উত্তরসূরীরা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কেটেছে রাউন্ড অব সিক্সটিনের টিকিট।

চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ 'এ'তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে হারায়। টানা তিন জয়ে স্বাগতিক দেশটির পয়েন্ট ৯। গ্রুপ 'এ'তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়