অবনমনের শঙ্কায় থাকা গ্রানাদার সাথে ড্র বার্সা’র
স্পোর্টস ডেস্ক : লা লিগায় অবনমনের শঙ্কায় আছে গ্রানাদা। সেই দলটাই কিনা বার্সেলোনাকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিল! ৬ গোলের ম্যাচে শেষ পর্যন্ত তাদের উদ্ধার করেছেন লামিনে ইয়ামাল। ৮০ মিনিটে এই উইঙ্গারের করা গোলেই ৩-৩ ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে কাতালান জায়ান্টরা।
ম্যাচটা ছিল রোলারকোস্টারের মতো। ১৪ মিনিটে বার্সাকে এগিয়ে নিয়েছিলেন ইমাল। কানসেলোর ক্রস দূরের পোস্টের কাছে থাকা ইয়ামালকে খুঁজে নিয়েছিল। বিরতির দুই মিনিট আগে অবশ্য গ্রানাদা সমতাও ফেরায়। তার জন্য কৃতিত্ব রিচার্ড সানচেজের শক্তিশালী ভলি। বিরতির পর অবিশ্বাস্যভাবে ৬০ মিনিটে সফরকারীরা অগ্রগামিতাও নিয়ে নেয়। পেলেস্ত্রির সহজ ফিনিশে আছে গ্রানাদার দ্বিতীয় গোল। তাদের অগ্রগামিতা স্থায়ী ছিল না যদিও। তিন মিনিট বাদে ইলকায় গুন্দোগানের পাস থেকে স্কোর ২-২ করেন লেভানডোভস্কি। ম্যাচটা তার পর জমে ওঠে গ্রানাদার মিকুয়েলের গোলে। ৬৬ মিনিটে লাফানো হেডে স্কোর ৩-২ করেন তিনি। গ্রানাদা এগিয়ে গেলে শঙ্কা উঁকি ঝুঁকি মারলেও ইয়ামাল খেলা শেষের ১০ মিনিট আগে করেন নিজের দ্বিতীয় গোল। তাতে এক পয়েন্ট নিশ্চিত হয় কাতালানদের।
এই ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে জাভি হার্নান্দেজের দল। দুইয়ে থাকা জিরোনার চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে তারা। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুনপয়েন্ট হারানোয় আফসোস করেছেন বার্সা কোচ জাভি, ‘দুর্ভাগ্য দুই পয়েন্ট হারিয়েছি। বাকিদের সঙ্গে ব্যবধান কমানোর দারুণ সুযোগ ছিল। গ্রানাদা অসাধারণ ম্যাচ খেলেছে। তারা আমাদের চাপে রেখেছিল।’
মন্তব্য করুন