ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

অ্যাস্টন ভিলাকে হারিয়ে হ্যাটট্রিক জয় ম্যানইউ’র

অ্যাস্টন ভিলাকে হারিয়ে হ্যাটট্রিক জয় ম্যানইউ’র, ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তের গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ভিলা থেকে ৫ পয়েন্ট পিছিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে ম্যানইউ। ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট এরিক টেন হ্যাগের শিষ্যদের। সমান ম্যাচ খেলে পঞ্চমস্থানে থাকা ভিলার পয়্ন্টে ৪৬।

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রোরবার অ্যাওয়ে ম্যাচে শুরুতেই এগিয়ে গিয়েছিল ম্যানইউ। ১৭ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন রাসমাস হয়লুন্দ। এ নিয়ে টানা ৫ ম্যাচে গোল করেন তিনি। চলতি মৌসুমে সব ধরনের খেলায় এটি হয়লুন্দের ১১তম গোল। সেই গোল ভিলা শোধ করে দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে। গোলটি করেন দোলাস লুইস।

এরপর ৮৬ মিনিটে গোল করে ম্যানইউকে জয় উপহার দেন স্কট ম্যাক তমিনয়। দিয়োগো দোলতের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। ফলে বল দখলে পিছিয়ে থেকেও দারুণ একটি জয় পায় রেড ডেভিলরা। আক্রমণে ছিল ভিলাও। তবে গোলরক্ষক আন্দ্রে ওনানারে সেভে রক্ষা হয় ম্যানইউর।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি