ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

সাকিব-তামিমের সাথে নান্নুরও ভাগ্য নির্ধারণ আজ

সাকিব-তামিমের সাথে নান্নুরও ভাগ্য নির্ধারণ আজ, ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের বড় দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দীর্ঘদিনের বন্ধুত্ব এখন দুই বিপরীত মেরুতে দাঁড়িয়েছে। দুজনের ক্রিকেটিং ক্যারিয়ার এখন শেষের দিকে। শেষ সময়ে এসে বিসিবি’র কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই দু’জন।

তামিম ইকবাল অনেকটা অভিমানের সুরেই অবসর নিয়েছিলেন গত বছরের ৬ জুলাই। এরপর ফিরেও এসেছেন। তবে নানা নাটকীয়তায় বিশ্বকাপ খেলতে পারেননি। এরপরেই জানিয়েছিলেন, নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাবেন বিপিএলের পর। এনিয়ে বৈঠকও করেছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে। অন্যদিকে সাকিব আল হাসান বর্তমানে তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক। তবে তিনি সেই পদ থেকে সরে আসতে চান। বিশ্বকাপের আগেই তা নিশ্চিত করে গিয়েছিলেন। দুই ক্রিকেটারের ব্যাপারেই আজ আসতে পারে সিদ্ধান্ত। আজ সোমবার মিরপুর শের-ই বাংলার বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালকদের বহুল কাঙ্ক্ষিত বোর্ড মিটিং। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ছাড়াও এদিন ভাগ্য নির্ধারণ হতে পারে আরও একজনের। তিনি মিনহাজুল আবেদীন নান্নু। একসময়ের দেশের ক্রিকেটের এই তারকা এখন আছেন নির্বাচকের ভূমিকায়। এই সভার পরেই জানা যাবে নির্বাচক হিসেবে ইতি ঘটবে নাকি থেকে যাবেন মিনহাজুল আবেদীন নান্নুর প্যানেল। 

এরইমাঝে সেই আভাসও দিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন। পরিচালক বোর্ডের বৈঠকের আগে তিনি বলছিলেন, 'এটা আমাদের এজেন্ডায় রাখা আছে। বোর্ডে আলোচনার পর যদি বলার মতো কিছু থাকে তখন আপনারা জানতে পারবেন। আমাদের সিলেক্টরদের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। এরপর তো মেয়াদ আরও বাড়ানো হয়েছিল। বোর্ডে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।' 

আরও পড়ুন

বিসিবির অন্য যে কোনো সভার চেয়ে এবারের সভা কিছুটা বাড়তি গুরুত্ব পাচ্ছে। কেননা বোর্ড সভায় আলোচনার জন্য ঝুলে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু। যেমন নির্বাচক প্যানেল, বিশ্বকাপ তদন্ত রিপোর্ট, সাকিব আল হাসানের অধিনায়কত্ব, নতুন কোচ নিয়োগ। এ ছাড়া তামিম ইকবালের জাতীয় দলে ফেরা কিংবা না ফেরার সিদ্ধান্তও হতে পারে এই সভা থেকেই। ক্রিকেটারদের চুক্তির বিষয়টিও থাকবে এই সভায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বনানীর সড়ক অবরোধ করল প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন হয়ে যা হলো

দিল্লিতে ব্যাপক ধর-পাকড় অভিযান, ১৭৫ বাংলাদেশি শনাক্ত

ইজতেমায় সংঘর্ষ: ৩ দিনের রিমান্ডে সাদপন্থী মুয়াজ