আজ থেকে শুরু চ্যাম্পিয়ন্স লিগে নকআউটের লড়াই
স্পোর্টস ডেস্ক : গত বছরের ডিসেম্বরে হয়েছিল গ্রুপ পর্বের লড়াই। আট গ্রুপের সেরা দুটি দল ওঠে শেষ ষোলোতে। এরপর হয়েছে শেষ ষোলোর ড্র। দুই মাস পর আজ থেকে শুরু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের লড়াই।
প্রথম দিনেই মাঠে নামছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কোপেনহেগেনে অতিথি হয়ে খেলবে পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল রিয়াল মাদ্রিদ খেলবে জার্মান ক্লাব লাইপজিগের মাঠে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
আরও পড়ুনপ্রথম লেগে ফেভারিট ম্যানসিটিই। পুরো ফিট হওয়া আর্লিং হালান্ড এবং কেভিন ডি ব্রুইনাকে নকআউট পর্বে পাচ্ছে ইংলিশ ক্লাবটি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জেতা গার্দিওলার দলের লক্ষ্য দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতা। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং এফ এ কাপের শিরোপা জেতা ম্যানসিটি এবারও আছে দারুণ ছন্দে। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এখন অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবছেন সিটি কোচ গার্দিওলা।
মন্তব্য করুন