ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

চোখের সমস্যায় নেতৃত্ব না থাকার কারণ সাকিবের

চোখের সমস্যায় নেতৃত্ব না থাকার কারণ সাকিবের, ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নিয়মিত অধিনায়ক সাকিবের অবর্তমানে নাজমুল হোসেন শান্ত দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ। পুরো সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। এমন অনিশ্চিত অবস্থায় অধিনায়কত্ব ঝুলিয়ে রাখতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেক আলোচনার পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ২০২৪ সালের জন্য বাংলাদেশের অধিনায়ক হিসেবে শান্তর নাম ঘোষণা করেছেন।

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে চোটের কারণে সাকিব খেলতে পারেননি দুই ম্যাচ। সেই দুই ম্যাচে ডেপুটি শান্তই ছিলেন মূল দায়িত্বে। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই সিরিজেও দায়িত্ব সামলেছেন তিনি। চলতি বছর জুন মাসে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বছর জুড়ে সর্বোচ্চ ১৪টি টেস্ট খেলার সূচি আছে লাল-সবুজদের। দেখা গেছে প্রায় প্রতি মাসেই ম্যাচ আছে। এমন অবস্থায় সাকিবকে নিয়ে অনিশ্চয়তায় থাকতে চায়নি বিসিবি।

আরও পড়ুন

নেতৃত্ব থেকে সাকিবকে বাদ দেওয়ার কারণ হিসেবে বোর্ড সভাপতি সোমবার জানিয়েছেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে। কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে; বিশ্বকাপ আছে। আসলে ওর অংশগ্রহণের বিষয়টা আমরা নিশ্চিত না।’ তারপর পাপন আরও বলেন, ‘অবশ্যই ও আমাদের প্রথম পছন্দ অধিনায়ক হিসেবে সবসময়ই ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্তের বিষয়ে আর দেরি করতে চাইনি। এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন স্মুথলি দলটা চলতে পারে; সেজন্য শান্তর নামটা আমরা ঘোষণা করে দিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মোকামতলায় অস্ত্র-মাদকসহ আটক ৪

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বনানীর সড়ক অবরোধ করল প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন হয়ে যা হলো

দিল্লিতে ব্যাপক ধর-পাকড় অভিযান, ১৭৫ বাংলাদেশি শনাক্ত