চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের পথে সিটি
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে কোপেনহেগেনের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে পাত্তা পায়নি দলটি। সিটিজেনদের কাছে ৩-১ গেলে উড়ে গেছে তারা। বলা যায়, শেষ ষোলোর পরীক্ষা উতরেই গেল সিটি, কারণ ফিরতি লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হারলেও কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত তাদের। পারকেন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে ম্যানচেস্টার সিটি। খেলার ১০ মিনিটে কোনাকুনি শটে দারুণ এক গোল করেন ডি ব্রুইনে। ৩৪ মিনিটে ম্যাটসনের গোলে সমতায় ফেরে কোপেনহেগেন। ৪৫ মিনিটে গোলকিপারকে বোকা বানিয়ে চমৎকার এক গোল করেন বার্নার্ডো সিলভা।
দ্বিতীয়ার্ধে অনেকগুলো সুযোগ নষ্ট করে সিটিজেনরা। ৯২ মিনিটে কোপেনহেগেনের জালে শেষ পেরেক ঠোকেন ফিল ফোডেন। আক্রমণের পর আক্রমণ শানিয়েও তিনটির বেশি গোলের দেখা পায়নি সিটি। তবে এ জয়ে শেষ আটে যাওয়ার পথে দারুণভাবে এগিয়ে গেলো পেপ গার্দিওলার দল। এ জয়ের পর এখন শেষ আটে এক পা দিয়ে রাখল সিটি। ইতিহাদে ৭ মার্চই দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল।
আরও পড়ুনমন্তব্য করুন