ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

জাতীয় দলে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করা উচিত : সুজন

জাতীয় দলে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করা উচিত : সুজন, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিজের শুরুতেই এমন হারটাকে মেনে নেয়া যেকোন বাংলাদেশি সমর্থকের জন্যই কষ্টকর।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের মতে, দলে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করা উচিৎ। সুজন বলেন, ‘হতাশার অবশ্যই। দেড়শ’ রান করে জিততে পারলে ঠিক আছে। দেড়শ’ রান করে হারলে ঠিক নেই। আমরা হারতেই পারি, কিন্তু এভাবে না। জিম্বাবুয়ের বিপক্ষে তানজিদ হাসান তামিম ছন্দে ছিল। সেখানে তাকে খেলানো হয়নি। খেলানো হয় অফ ফর্মের ব্যাটারদের। সৌম্য, লিটন দু’জনেই ভালো খেলোয়াড়, কিন্তু আপনি তো ফর্ম বিবেচনা করবেন।’ বোলারদের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন সুজন, ‘বোলিংয়ে কী পরিকল্পনা ছিল, তাও জানি না। সাকিবের এক ওভার হাতে থাকতে বল করায়নি। নতুন বলে কেন মাহমুদউল্লাহ বল করবে, শেখ মেহেদি থাকতে। মেহেদি বা রিশাদ ফেল করলে মাঝে মাহমুদউল্লাহকে দিয়ে দুই ওভার করাতে পারে। পাঁচজন বোলার নিয়ে খেলেছে, যেখানে সিম বোলার ছিল দু’জন। আমি জানি না, কী পরিকল্পনা ছিল। ’

আরও পড়ুন

টিম ম্যানেজমেন্টকে এক হাত নিয়ে সুজন বলেন, ‘এই উত্তর আমাদের দেওয়ার কথা না, টিম ম্যানেজমেন্টের দেওয়ার কথা। এখনই টিম ম্যানেজমেন্টকে এ প্রশ্ন করা জরুরি। পরীক্ষা-নিরীক্ষা না করে সেটেল দল নিয়ে খেলা উচিত। বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে কেন এই পরীক্ষা? সেরা একাদশ নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে থাকলে তা দুঃখজনক। টুর্নামেন্টের আগে পাঁচ-ছয়টা ম্যাচ তো সেরা দল নিয়ে খেলবেন। যাতে সবার মধ্যে আত্মবিশ্বাস থাকে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানি

বগুড়ায় আ’লীগের বিচারের দাবিতে গণজমায়েত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান | KMSC | Daily Karatoa

রংপুরে বিএসটিআই’র অভিযান ২৫ হাজার টাকা জরিমানা

নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মোহাম্মদ ইউসুফ