ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

কপাল পুড়ল পাকিস্তানের, সুপার এইটে যুক্তরাষ্ট্র

কপাল পুড়ল পাকিস্তানের, সুপার এইটে যুক্তরাষ্ট্র


বৃষ্টির বাগড়া আর ভেজা আউটফিল্ডের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আর এর জেরে কপাল পুড়েছে পাকিস্তানের। অন্যদিকে সুপার এইটে জায়গা করে নিয়েছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৪ জুন) বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচটি আর মাঠে গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 
এতে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হয়ে সুপার এইট নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। ৩ ম্যাচে বর্তমানে বাবরদের পয়েন্ট ২। পরের ম্যাচে জিতলেও তারা আর সুপার এইটে যেতে পারছে না। 
ফ্লোরিডায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তার ৩০ মিনিট আগে ছিল টস। তবে বার বার বৃষ্টির বাগড়া আর ভেজা আউট ফিল্ডের কারণে টসের জন্যই সময় নির্ধারণ করতে পারছিলেন না ম্যাচ অফিসিয়ালরা। শেষ পর্যন্ত আর টসই হয়নি। আর প্রায় ৩ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়েও আউটফিল্ড খেলার উপযুক্ত করতে না পারায় ম্যাচটি হয় পরিত্যক্ত।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২৬ কোটি টাকা আত্মসাৎ: কেয়া গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের নামে মামলা

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে