ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নিরাপত্তার প্রয়োজনে গুগল ম্যাপে নিজের অবস্থান জানাবেন যেভাবে

সংগৃহীত,নিরাপত্তার প্রয়োজনে গুগল ম্যাপে নিজের অবস্থান জানাবেন যেভাবে

তথ্য-প্রযুক্তি ডেস্ক :  চলাচলের সময় নিরাপত্তাসহ নানা প্রয়োজনে পরিচিত বা প্রিয়জনকে নিজের অবস্থানের তথ্য (লাইভ লোকেশন) জানানোর প্রয়োজন হয়। 

সাধারণত গুগল ম্যাপে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থান পরিচিত ব্যক্তিদের সঙ্গে সহজেই শেয়ার করা যায়। দেখে নেওয়া যাক, কীভাবে গুগল ম্যাপের লাইভ লোকেশন সুবিধা ব্যবহার করে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানানো যায়।


প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপে যেতে হবে। গুগল ম্যাপের ফিডে ওপরে ডানদিকে প্রদর্শিত প্রোফাইল আইকন চাপতে হবে। এরপর সেখানে দেখানো অপশন থেকে লোকেশন শেয়ারিংয়ে ক্লিক করুন। এরপরের পেজের নিচে থাকা শেয়ার লোকেশনে ট্যাপ করতে হবে। সেখানে লোকেশন জানানোর কাঙ্ক্ষিত সময় নির্ধারণ করতে হবে। ১ ঘণ্টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা সময় নির্ধারণ ছাড়া পরবর্তী সময়ে বন্ধ না করা পর্যন্ত এ অবস্থানের তথ্য জানানো যাবে।

আরও পড়ুন

সময় নির্ধারণ করার পর নিচে থাকা অপশন থেকে বিভিন্ন ব্যক্তির ই-মেইল ঠিকানা দেখা যাবে। কাঙ্ক্ষিত ব্যক্তির ই-মেইল ঠিকানা নির্বাচন করতে হবে। এরপর শেয়ার অপশনে ট্যাপ করতে হবে। এছাড়া প্রদর্শিত ই-মেইল ঠিকানায় কাঙ্ক্ষিত ব্যক্তির ই-মেইল না থাকলে তিনটি ডট মেনুতে ট্যাপ করে সার্চ বক্সে তার ই-মেইল ঠিকানা লিখে সেন্ড অপশনে ট্যাপ করতে হবে। পাশাপাশি নিচে থাকা জিমেইল আইকনে ট্যাপ করে শেয়ার অপশনে ট্যাপ করে শেয়ার লিংকটি কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে শেয়ার করতে হবে। এরপর যার সঙ্গে লোকেশন শেয়ার করা হয়েছে, তিনি লাইভ লোকেশন দেখার পাশাপাশি যন্ত্রে চার্জের পরিমাণও দেখতে পারবেন। এরপর স্টপ অপশনের মাধ্যমে লোকেশন শেয়ার বন্ধ করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা

‘আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না’

রাজশাহী বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

পাকিস্তান থেকে সেই জাহাজে এবার এল ৬৯৯টি কনটেইনার

ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ১ লাখ