হোয়াটসঅ্যাপ মেসেজ এডিটের অপশন নিয়ে আসছে

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০১:৫০ রাত
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২, ০১:৫০ রাত
আমাদেরকে ফলো করুন

তথ্য ও প্রযুক্তি ডেস্ক : ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করছে। এরই ধারাবাহিকতায় এবার আগে পাঠানো মেসেজ এডিট করার সুবিধা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
অর্থাৎ মেসেজ পাঠানোর পর ব্যবহারকারীরা তাতে পরিবর্তন করতে পারবেন। সব কিছু ঠিক থাকলে ‘এডিট সেন্ডেড মেসেজ’ নামের ফিচারটি হোয়াটসঅ্যাপের নতুন বিটা ভার্সনে পাওয়া যাবে।

এইচ টি টেকের এক প্রতিবেদন অনুসারে, নতুন ফিচারটি ব্যবহারকারীদের মেসেজ পাঠানোর পর আপডেট করার সুযোগ দেবে। গুগল প্লে বিটা প্রোগ্রামের ২.২২.২০.১২ সংস্করণ অন্তর্ভুক্ত করেছে।
এইচ টি টেক এই এডিট সেন্ডেড মেসেজ ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে।

হোয়াটসঅ্যাপ একটি নতুন এডিট মেসেজ ফিচার নিয়ে কাজ করছে। যেখানে ব্যবহারকারীরা ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার পরিবর্তে কেবল এডিট করার সুযোগ পাবেন। যদিও নতুন ফিচারটি কবে আসছে, সে বিষয় এখনও কিছু জানা যায়নি। তবে আপাতত বিটা ব্যবহারকারীদের মধ্যে এটি পরীক্ষা করা হবে। তাদের মতামতের উপর ভিত্তি করে সবার জন্য উন্মুক্ত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়