কেন উড়ে গেল টুইটারের নীল পাখি?

প্রকাশিত: এপ্রিল ০৪, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট: এপ্রিল ০৪, ২০২৩, ০৮:১৬ রাত
আমাদেরকে ফলো করুন

সোমবার থেকে দেখা যাচ্ছে, নীল রঙের পাখির স্থানে বাদামী রঙের একটি কুকুর। টুইটার প্রধান ইলন মাস্ক নিজেও নতুন লোগোর ছবি পোস্ট করেন এই মাইক্রোব্লগিং সাইটে। 

শুধু নীল পাখি নয় নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় নতুন লোগোর এই কুকুরটিও। ‘ডগিকয়েন’ নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসাবে ব্যবহার হয় এই কুকুরের ছবি। অজস্র মিমের মাধ্যমেও নেটিজেনদের কাছে বেশ পরিচিত টুইটারের নতুন লোগো। 

মাস্ক টুইটারে একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায়, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশ। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তার ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নতুন লোগো বলছে, ‘ওটা আসলে পুরনো ছবি।’

প্রশ্ন উঠেছে, অন্য একটি সংস্থার লোগো কেন ব্যবহার করেছেন মাস্ক? তাহলে কি মালিকানা বদল হতে পারে? অনেকের অনুমান, টুইটারের বড়সড় শেয়ার কিনতে পারে এই ডগিকয়েন সংস্থাটি। টুইটারে লোগো বদলের পরেই একধাক্কায় ডগিকয়েনের বাজারমূল্য ৩০ শতাংশ বেড়ে গিয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়