উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) তে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ
শর্তাবলী : প্রার্থীদের বরাবর প্রধান নির্বাহী, ইউডিপিএস, প্রধান কার্যালয়, ৫/১০, হুমায়ুন রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ উল্লেখ করে 25/04/202৪ তারিখের মধ্যে ১ কপি ছবিসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদের এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ আবদনপত্র ডাক/কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে।
নির্বাচিত প্রার্থীদেরকে নিজস্ব জেলার পার্শ্ববর্তী জেলার পোষ্টিং দেয়া যাবে। এছাড়াও মোবাইল বিল, মোটর সাইকেল বিল, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি গ্রাচ্যুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা এবং সংস্থার নিয়ম অনুযায়ী চিকিৎসা সুবিধাদি প্রদান করা হবে।
আরও পড়ুনচাকুরীতে যোগদানের সময় ০১ মাসের মোট বেতনের সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে। সকল পদের শিক্ষানবীসকাল হবে ০৬ মাস। নির্বাচনী পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
মন্তব্য করুন