ভিডিও

কিছুটা কমেছে সোনার দাম, কাল থেকে কার্যকর

প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৪, ০৯:২১ রাত
আপডেট: সেপ্টেম্বর ০২, ২০২৪, ১২:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৬২১ টাকা কমানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেটের সোনার নতুন দাম দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ৩২১ টাকা।

রবিবার (১ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং স্থানীয় বাজারে তেজাবী সোনার দামের পরিবর্তন বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরো জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় বাজারের চাহিদার ওপর ভিত্তি করে সোনার মূল্য সমন্বয় করা হয়। বর্তমানে সোনার দাম কিছুটা কমেছে, তাই ভোক্তাদের জন্য সোনার দাম হ্রাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোনার এই নতুন দাম আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে। তবে অন্যান্য ক্যারেটের সোনার দামও নতুন তালিকায় হ্রাস পেয়েছে কিনা সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো উল্লেখ নেই।

সোনার দাম কমার ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। যারা দীর্ঘদিন ধরে সোনার গয়না ক্রয়ের পরিকল্পনা করছিলেন তার এমন খবরে স্বস্তিতে আছেন।

বাজুসের এই সিদ্ধান্ত দেশের সোনার বাজারে একটি নতুন দিক নির্দেশনা আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS