আগামী হজ পরিচালনার জন্য এজেন্সিগুলোকে শিগগির হজ অফিসের সঙ্গে চুক্তি করার নির্দেশনা দিয়েছে সরকার। চুক্তি না করলে হজ এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে।
চুক্তি সম্পাদনের বিষয়ে সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, হিজরি ১৪৪৬/২০২৫ সনের হজ কার্যক্রম পরিচালনার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় হতে জারি করা গত ২৯ আগস্ট স্মারকের শর্ত (ছ) অনুযায়ী প্রত্যেক এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স ও হালনাগাদ আয়কর সনদ দাখিলপূর্বক হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য নির্দেশনা রয়েছে।
এমতাবস্থায়, হিজরি ১৪৪৬/২০২৫ সনের হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলোকে অনতিবিলম্বে হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য অনুরোধ করা হলো।
অন্যথায় এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে।
আগামী বছর হজে যেতে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে গত ১ সেপ্টেম্বর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।