ভিডিও

ঢাকা এসেছেন লুৎফে সিদ্দিকী

প্রকাশিত: সেপ্টেম্বর ০৯, ২০২৪, ০৮:৪৮ রাত
আপডেট: সেপ্টেম্বর ০৯, ২০২৪, ০৮:৪৮ রাত
আমাদেরকে ফলো করুন

ঢাকায় এসেছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান মুদ্রা-ঋণ বিশেষজ্ঞ ও ইংল্যান্ডের সরকারি বিশ্ববিদ্যালয় ‘স্কুল অব ইকোনোমিকস’র (এলএসই) ভিজিটিং প্রফেসর লুৎফে সিদ্দিকী।তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন।

দায়িত্ব গ্রহণে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) তিনি ঢাকায় এসে পৌঁছান।

ঢাকায় নেমেই নিজের উচ্ছাস প্রকাশ করেন বাংলাদেশি বংশোদ্ভূত এই আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘আমি এখানে আসতে পেরে খুবই উচ্ছ্বসিত এবং আজ সকালে প্রধান উপদেষ্টার কাছ থেকে ব্যক্তিগতভাবে আমার ব্রিফ গ্রহণ করছি।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং সিদ্দিকীকে উদ্ধৃত করে জানায়— তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়াসহ সমাজের সর্বস্তরের সবার পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা এবং ভবিষ্যৎ-মুখী ইতিবাচকতা, অন্তর্ভুক্তি ও সেবার চেতনা নিয়ে একযোগে কাজ করার উৎসাহের জন্য আমি কৃতজ্ঞ।’

 
 

লুৎফে সিদ্দিকী বলেন, ‘অভ্যন্তরীণ বিনিয়োগ উৎসাহিত করা, বিদেশি বিনিয়োগকারীদের সাথে সর্বোচ্চ স্তরে সম্পর্ক গড়ে তোলা ও আমাদের উদ্যোগ এগিয়ে নেওয়া এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাকে প্রচুর শুনতে হবে।’

‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনেক লোকের মতামত শোনা এবং কিছু ধারণা নিয়ে চিন্তা-ভাবনা করার অপেক্ষায় রয়েছ’ বলেন প্রধান উপদেষ্টার এই বিশেষ দূত।

লুৎফে সিদ্দিকী বলেন, ‘বেসরকারি খাত নিয়ে অর্থনৈতিক কূটনীতি ছাড়াও অর্থনৈতিক ফোরামগুলোতে আমি আমার আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে আমার সহযোগী উপদেষ্টাদের কোনো অগ্রাধিকার ক্ষেত্রে সহায়তা করতে পারি কি না তা দেখতে আমি তাদের সঙ্গে কথা বলবো।’

বিশেষ দূত বলেন, ‘একটি টিমের অংশ হওয়া এবং কোনো নির্দিষ্ট সময়ে বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে টিমের প্রয়োজন অনুযায়ী মিড-ফিল্ডার, স্ট্রাইকার বা ডিফেন্ডার হিসেবে ভূমিকা রাখার সুযোগ পাওয়া দারুণ।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS