ভিডিও

প্রধান উপদেষ্টা

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে মিডিয়া কমিশন গঠন হবে

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৮:২৫ রাত
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১২:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, সংবাদমাধ্যম যেন নির্বিঘ্নে ও স্বাধীনভাবে কাজ করতে পারে আমরা সেটা নিশ্চিত করতে চাই। আমরা বলেছি, আমাদের যে কোনো বিষয়েও সংবাদমাধ্যম গঠনমূলক সমালোচনা করতে পারে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে এটি ড. ইউনূসের দ্বিতীয় ভাষণ। গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS