যুবদল নেতা শামীম হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরীফুর রহমান এ আদেশ দেন।
এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অন্যদিকে, আসামির আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সুলতান মনসুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩০ সেপ্টেম্বর ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওইদিনই আদালত সুলতান মনসুরকে পাঁচ দিনের রিমান্ড দেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন সাবেক এই সংসদ সদস্য। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।