ভিডিও

অক্টোবরেই চালু মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট: অক্টোবর ০৯, ২০২৪, ১০:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

অক্টোবরেই চালু হতে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনটি। পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এমন তথ্যই জানানো হয়েছে।


মঙ্গলবার (৮ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমে এমন তথ্য জানান। তিনি বলেন, কাজীপাড়া স্টেশনটি সীমিত পরিসরে চালু হয়েছে। মিরপুর ১০ নম্বর স্টেশন চালুর  কাজও শেষের দিকে। ১০ অক্টোবর প্রস্তুতিমূলকভাবে স্টেশনের কার্যক্রম চালু হতে পারে। আর এ মাসেই পুরোদমে স্টেশনটি চালু হতে পারে বলে জানান তিনি।
 
তবে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৮ ও ১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি ক্ষতিগ্রস্ত হয়। ওই দুই স্টেশন চালু করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এক বছরের বেশি সময় লাগবে বলে জানিয়েছিল। সে সময় স্টেশন দুটি মেরামতে প্রায় ৩৫০ কোটি টাকার মতো খরচ হবে বলেও জানিয়েছিল ডিএমটিসিএল। 
 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS