ভিডিও

ইসির ১৬ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ১০:০৯ রাত
আপডেট: অক্টোবর ০৯, ২০২৪, ০১:১৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন শ্রেণির ১৬ কর্মকর্তাকে বদলি করেছে। পৃথক প্রজ্ঞাপনে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক জিএম সাহাতাব উদ্দিনকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব করা হয়েছে। একই সঙ্গে, উপ-সচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলমকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এসব বদলির প্রজ্ঞাপন ও অফিস আদেশে স্বাক্ষর করেন।

এছাড়া, ইসির সিনিয়র সহকারী সচিব মো. আবুল হোসেনকে আইন শাখার সিনিয়র সচিব এবং মো. শামসুল হক ফৌজদারকে সেবা শাখায় বদলি করা হয়েছে। সেবা শাখার সহকারী সচিব তারেক আজিজকে সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আরও একটি প্রজ্ঞাপনে মাঠ পর্যায়ের ১১ জন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS