বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহতদের মধ্যে ১৩২ জনকে এক কোটি ৩২ লাখ টাকার চেক প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ১৩২ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এই টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের।
তিনি বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আহতদের হাতে চেক তুলে দিয়েছেন দুই উপদেষ্টা। শিগগিরই সারা দেশে আহত এবং নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।