ভিডিও

জুলাই গণঅভ্যুত্থানে যারা শহিদ তারা জাতির শ্রেষ্ঠ সন্তান : সারজিস আলম

প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৪, ০২:২৭ দুপুর
আপডেট: নভেম্বর ০২, ২০২৪, ০২:২৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের পাশে যেভাবে দাঁড়ানো দরকার ছিল তা এখনও পারিনি। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহিদ তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। 

আজ শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সারজিস বলেন, যেভাবে শহিদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানো দরকার ছিল তা এখনও পারিনি। তবে চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি ছিল না। এই ফাউন্ডেশনের কার্যক্রম মাত্র শুরু হয়েছে। যার কার্যক্রম আমরা জীবন দিয়ে হলেও ধরে রাখবো। আমরা সবার কাছে যাব, কথা শুনবো। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহিদ তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের পরিবারের অন্তত একজনকে চাকরির ব্যবস্থা করাসহ পাশে দাঁড়ানোর সব পরিকল্পনা রয়েছে। শহিদ পরিবারকে সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করছে শহিদ স্মৃতি ফাউন্ডেশন। নভেম্বর মাসের মধ্যে শহিদদের লিস্ট চূড়ান্ত করার চেষ্টা করবে ফাউন্ডেশন।

সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহত ২০০ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিতেই এই আয়োজন করা হয়। প্রথম ধাপের এ আয়োজন শুরু হয় সকাল ৯টায়। তথ্য হালনাগাদ শেষে সাড়ে ১২টায় শুরু হয় মূল আয়োজন। শহিদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। আয়োজনে অংশ নিয়ে পরিবারের সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS