ভিডিও

জাতীয় পরিসংখ্যান দিবস আজ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১১:২৮ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০১:২৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

জাতীয় পরিসংখ্যান দিবস আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)। দেশে এবার চতুর্থবারের মতো দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’।

দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২০ সালে ২৭ ফেব্রুয়ারিকে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছরই দিবসটি পালিত হচ্ছে।

১৯৭৪ সালের ২৬ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন চারটি পরিসংখ্যান সংস্থাকে এক করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর অনেক বন্ধুর পথ পেরিয়ে আজ শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে দেশের পরিসংখ্যান ব্যবস্থা।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS