রাজধানীর বেইলি রোডের বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত মানুষ নিহত ও জান-মালের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।
শুক্রবার (১ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাজুস প্রেসিডেন্ট, বিপুল সংখ্যক মানুষ হতাহত ও জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।