ভিডিও

৭২ বিজিবি সদস্যকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: মার্চ ০৪, ২০২৪, ১১:০৪ দুপুর
আপডেট: মার্চ ০৪, ২০২৪, ০১:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসে পদকপ্রাপ্ত ৭২ বিজিবি সদস্যকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

আজ সোমবার (৪ মার্চ) সকালে রাজধানীর বিজিবি সদর দফতর পিলখানায় যান তিনি। এ সময় বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার ৪ ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ৭২ বিজিবি সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

বিজিবি বাংলাদেশের একটি আধাসামরিক বাহিনী। এর কাজ হলো মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। এর সদর দফতর ঢাকার পিলখানায়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আগে এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেল্স (ইপিআর)। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালে এর নাম হয় 'বাংলাদেশ রাইফেলস' (বিডিআর)। ২০১১ সালে পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় 'বর্ডার গার্ড বাংলাদেশ' (বিজিবি)। ২০১৬ সালে এই বাহিনীতে সর্বপ্রথম নারী সৈনিক যুক্ত হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS