রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা লিমা খানম।
এর আগে বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পায় তারা। এরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
লিমা খানম গণমাধ্যমকে বলেন, বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন। এরমধ্যে ফায়ার সার্ভিস পৌঁছে কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।