ভিডিও

মাঝ আকাশে পাইলট অসুস্থ, ঢাকায় জরুরি অবতরণ বিমানের

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ১২:৩৭ দুপুর
আপডেট: মার্চ ১৬, ২০২৪, ১২:৩৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পাইলট মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়ায় কলকাতার আকাশ থেকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে।

শুক্রবার (১৫ মার্চ) এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের (বিজি-৩২৫) উদ্দেশে রওনা হয়েছিল।

বিমান সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ফ্লাইটটি শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ৫ মিনিট আগেই ঢাকা ত্যাগ করে। তবে ৩০ মিনিট আকাশে উড়ার পর হঠাৎ অসুস্থতা অনুভব করেন ক্যাপ্টেন মাকসুদ। প্রথমে অসুস্থতা নিয়েই দোহা যাওয়ার পরিকল্পনা থাকলেও বিমানের ৪১৯ জন যাত্রীর নিরাপত্তার কথা ভেবে এসওপি অনুসারে কলকাতার আকাশ থেকে ফ্লাইটটি নিয়ে ঢাকায় ফেরত আসেন ক্যাপ্টেন। ঢাকায় পৌঁছে ভর্তি হন সিএমএইচে। পরবর্তী রাত ১০টা ৫ মিনিটে অন্য এক ক্রুর মাধ্যমে ফ্লাইটটি দোহার উদ্দেশে যাত্রা করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS