দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের হাট শেখেরচর-বাবুরহাটের জিয়া উদ্দিন মার্কেটে ভয়াবহ আগুনে ৩২টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট রাত আড়াইটার দিকে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে থ্রিপিস, বিছানার চাদর এবং তোশকের কাপড়ের ৩২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসব দোকান থেকে কোনও কাপড় সরানো যায়নি। ব্যবসায়ীরা ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।
শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় এই আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিমুল রফি আগুনের সত্যতা নিশ্চিত করেছেন। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কেটের মালিক পক্ষ জানায়, আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা দেখে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আশপাশের দোকান ও মার্কেটের লোকজন নিয়ে নিজ নিজ দোকানের মালামাল সরানোর চেষ্টা করেন। অনেকে আগুন নেভানোর কাজে অংশ নেন। খবর পেয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি, নরসিংদী ফায়ার সার্ভিসের ২টি, মাধবদী ফায়ার সার্ভিসের ২টি এবং পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।
স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতির নেতৃবৃন্দ বলছেন, বৃহস্পতি ও রবিবার এ হাটে আধা বেলা পাইকারি বেচাকেনা হয়। প্রতি শুক্র ও শনিবার সাপ্তাহিক হাটবার। এ হাটে ছোট-বড় প্রায় পাঁচ হাজার দোকান রয়েছে। আসন্ন রমজানের ঈদকে সামনে রেখে প্রায় সব দোকানেই প্রচুর কাপড় তুলেছিলেন ব্যবসায়ীরা। শনিবার দিবাগত রাত সোয়া ১টায় লাগা আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ওই মার্কেটের ৩২টি দোকানে। এসব দোকানে থ্রিপিস, বিছানার চাদর ও তোশকের কাপড় ছিল।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিমুল রফি বলেন, ‘খবর পেয়ে নরসিংদীসহ আশপাশের ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই মার্কেটের ৩২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।